উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পার্কের উদ্বোধন

পথ দুর্ঘটনা কমানোর লক্ষ্যে রাজ্য সরকারের " সেফ ড্রাইভ সেভ লাইভ " প্রকল্পে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন যানবাহনে গতি নিয়ন্ত্রনে স্পিড রাইডার যন্ত্র বসানো, চালকেরা নেশাগ্রস্ত কিনা তা পরীক্ষা করতে মাউথ অ্যানালাইজার টেস্ট সহ, দূরপাল্লার যানবাহন চালকদের রাতের বেলায় বিভিন্ন পয়েন্টে দাঁড় করিয়ে চা জল পান করানোর পর এবার সাধারন মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে অবহিত করতে " টাফিক পার্ক" এর উদ্বোধন করল উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসন। শিশুদের নিয়ে অভিভাবকেরা হেমতাবাদের এই পার্কে এসে আনন্দ উপভোগ করার পাশাপাশি রাস্তায় চলতে যে টাফিক নিয়মাবলী সম্পর্কে জ্ঞান লাভ করবেন। এই শিশু উদ্যানে শিশুদের স্বয়ংক্রিয় গাড়ি থাকবে যাতে চড়ে তারা ট্রাফিক আইন মেনে গাড়ি চালিয়ে ঘুরে বেড়াবে এবং শিখবে টাফিক আইনের নিয়মাবলী। উত্তর দিনাজপুর জেলার সবকটি ব্লকে কোনও পার্ক থাকলেও হেমতাবাদ ব্লকে কোনও উদ্যান ছিল না। এবার জেলা প্রশাসন হেমতাবাদে এই ধরনের একটি শিক্ষামূলক আনন্দদানকারী শিশু উদ্যান গড়ে তোলায় খুশী সাধারন মানুষ। এই ট্রাফিক পার্ক শিশু ও সাধারন মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করে তুলবে বলে আশা রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

এই বিষয়ে এলাকার এক মহিলা অনিন্দিতা দাস জানান, এমন পার্কের ফলে এলাকার ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে। ট্রাফিকের নিয়ম কানুন সম্বন্ধে তারা জানতে পারবে। এলাকায় এমন পার্ক হওয়ায় তারা স্বভাবতই খুশি।